আল জাজিরা গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান আমিরাতের যুবরাজের!

বোমা হামলা চালিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গুঁড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ। আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালে চ্যানেলটির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এমন তথ্য উঠে এসেছে সাড়া জাগানো বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস-এর এক নথিতে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

উইকিলিকসের একই নথিতে বলা হয়েছে, আফগানিস্তানে মার্কিন আগ্রাসন চলাকালে সাংবাদিকদের বর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছিলেন আমিরাতের যুবরাজ। এক্ষেত্রে তার যুক্তি ছিল, সংবাদমাধ্যমকে বর্জন করা হলে আফগানিস্তানে বেসামরিক মানুষজনের হতাহতের খবর প্রকাশ পাবে না। বিশেষ করে আল জাজিরার এ সংক্রান্ত কাভারেজের লাগাম টেনে ধরতে কাতারের ওপর যুক্তরাষ্ট্রকে চাপ সৃষ্টির পরামর্শ দেন তিনি।

ইরাক যুদ্ধ শুরুর দুই মাস আগে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড হাস-এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই যুদ্ধ নিয়ে আরবদের ক্ষোভ কিভাবে দমন করা যায় তা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়।

/এমপি/