উত্তর কোরিয়ার লাগাম টানতে সময় লাগবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্খার লাগাম টানতে হয়তো সময় লাগবে। তবে শেষ পর্যন্ত চীনকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র তাদের থামাতে পারবে। জার্মানির হামবুর্গ শহরে শনিবার জি-টোয়েন্টি সম্মেলনের সাইডলাইনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে এমন মন্তব্য করেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

উত্তর কোরিয়াকে নিবৃত্ত করতে দেশটির ওপর চাপ দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, উত্তর কোরিয়া ইস্যুর সমাধানে চীনের উদ্যোগ প্রশংসনীয়। এটা এমন একটি সমস্যা যা নিয়ে আমাদের কিছু করা উচিত। সেটা করতে হয়তো কিছুটা বাড়তি সময় লাগতে পারে। কিন্তু শেষ পর্যন্ত এভাবে বা অন্যভাবে সফলতা আসবে।

বৈঠকে চীন-মার্কিন সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন চীনা প্রেসিডেন্ট।

চলতি মাসের গোড়ার দিকে জাতিসংঘে উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে এ ইস্যুতে 'প্রয়োজনে উল্লেখযোগ্য পরিমাণ' সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

চলতি বছরের ৪ জুলাই সকালে পশ্চিমাঞ্চলীয় পিয়নগান প্রদেশের বাঘইয়োন থেকে জাপান সাগর অভিমুখে প্রথমবারের মতো শীর্ষ নেতা কিম জং উন-এর তত্ত্বাবধানে হোয়াসং-১৪ নামের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্রের ২৪১তম স্বাধীনতা দিবস ছিল ওই দিনটিতে। কিম জং উন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘আমেরিকানরা ৪ জুলাই স্বাধীনতা দিবসে পাঠানো এ উপহারটি নিয়ে খুব একটা খুশি হতে পারবে না।’

উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ক্ষেপণাস্ত্রটি আন্তমহাদেশীয় ছিলো এবং এটি যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম বলে স্বীকার করেছে মার্কিন প্রশাসন। সর্বশেষ জি-টোয়েন্টি বৈঠকের সাইডলাইনে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে এ ইস্যুতে দেশটির সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট।

/এমপি/