রুশ আইনজীবীর সঙ্গে বৈঠকের কথা বাবা জানতেন না: ট্রাম্প জুনিয়র

রাশিয়ার আইনজীবীর সঙ্গে দেখা করার ব্যাপারে বাবা জানতেন না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে তিনি দাবি করেন, ‘ওই বৈঠকটি তেমন কিছুই ছিল না’। তবে এ বৈঠককে ভিন্নভাবে সামলানো উচিত ছিল বলে স্বীকার করেছেন তিনি।

ট্রাম্প ও ট্রাম্প জুনিয়র
রবিবার (৯ জুলাই) হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর খবরে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের ব্যাপারে স্পর্শকাতর তথ্য নেওয়ার আশায় রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসলনিস্কায়ার সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

খবর অনুসারে, গত বছরে ৯ জুনের সেই বৈঠকে ওই সময় ট্রাম্পের প্রচারণা চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। এই বৈঠকের দুই সপ্তাহ পরই রিপাবলিকান দলের হয়ে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হয়।

ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কারও সঙ্গে রুশ নাগরিকদের বৈঠক করার স্বীকারোক্তি এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। 

এ ব্যাপারে ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্প জুনিয়রের কাছে জানতে চাওয়া হয় গত বছর অনুষ্ঠিত ওই বৈঠক সম্পর্কে তিনি বাবাকে অবহিত করেছিলেন কিনা। জবাবে ট্রাম্প জুনিয়র বলেন, ‘না, এটা তেমন কিছুই ছিল না। এটিকে বলার মতো তেমন কোনও বিষয়ই মনে হয়নি।’

ট্রাম্প জুনিয়রের দাবি ওই বৈঠক নিয়ে গুঞ্জন শুরুর আগ পর্যন্ত এটির কথা তার মনেও ছিল না। এ বৈঠককে ২০ মিনিটের সময় নষ্ট হিসেবে দেখেন বলেও উল্লেখ করেন ট্রাম্প জুনিয়র।

এর আগে নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প জুনিয়র জানান, রুশ আইনজীবী নাতালিয়ার সঙ্গে ক্রেমলিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তার কাছে হিলারিকে রাশিয়ার সমর্থন করা নিয়ে তথ্য আছে জানালে বৈঠকে আগ্রহী হন তিনি। তবে নাতালিয়া যেসব তথ্য দিয়েছেন সেগুলো ছিল অস্পষ্ট এবং পরস্পরবিরোধী। যা পুরোপুরিই অর্থহীন ছিল।

তবে চলতি বছরের মার্চে এই ট্রাম্প জুনিয়রই টাইমসের কাছে রাশিয়ার কোনও প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের কথা অস্বীকার করেছিলেন।

/এফইউ/