কাতার ইস্যুতে সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

40446d5e5ced47eea7fba0ea38edfbfb_18

মধ্যপ্রাচ্য কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন। বুধবার সৌদি বাদশা সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দেয় সৌদি জোট। কিন্তু শর্ত না মানায় নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে কাতারের বিরুদ্ধে।

সৌদি বাদশার সঙ্গে কথা বলার পর টিলারসন দোহায় গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন।

কয়েকদিন আগে এই সংকট নিরসনে মধ্যপ্রাচ্য সফর করেছিলেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন। সফরে কুয়েতের আমির, সৌদি বাদশা এবং কাতারের আমির ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।

/এমএইচ/