ফরহাদ মজহার নিজেই অপহরণকারীদের মুক্তিপণের টোপ দিয়েছিলেন?

সম্প্রতি ‘নিখোঁজ’ হওয়ার পর ‘পুলিশের হাতে উদ্ধার’ হওয়া কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার দাবি করেছেন, অপহৃত হওয়ার পর তিনি নিজেই অপহরণকারীদের মুক্তিপণ দিতে চেয়েছিলেন, যেন তিনি এ বিষয়ে স্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন।  মজহারের দাবি অনুযায়ী, স্ত্রীর সঙ্গে কথা বললে সেল ফোনের নেটওয়ার্ক দিয়ে পুলিশ তার অবস্থান শনাক্ত করতে পারবে বলে মনে করেছিলেন তিনি। তবে কয়েকবার স্ত্রীর সঙ্গে কথা হওয়ার পরও কেন পুলিশ খুলনা পৌঁছার আগে মাইক্রোবাসটিকে আটক করতে পারল না; তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন সমাজকর্মী মজহার। 
মেয়ে ও স্ত্রীর সঙ্গে মজহার

ফরহাদ মজহার দাবি করেন, তিনি অপহরণকারীদের মুক্তিপণ দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন, যেন তাকে তার স্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলতে দেওয়া হয়। দাবি অনুযায়ী তিনি ভেবেছিলেন, স্ত্রীর সঙ্গে কথা বললে সেল ফোনের নেটওয়ার্ক দিয়ে পুলিশ তার অবস্থান শনাক্ত করতে পারবে। ‘এই বিষয়ে তারা আমাকে ফোন ব্যবহার করতে দেয় এবং কয়েকবার আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলি।’ গার্ডিয়ানকে বলেছেন তিনি।
কবি ও প্রাবন্ধিক মাজহার ঘটনার পর প্রথমবারের মতো বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন ‘অপহরণকারীরা সাধারণ পোশাকে ছিল। আমি জানি না তারা কারা বা কোন দলের সদস্য। বন্দি অবস্থায় আমি বেশ কয়েকবার আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। আমাকে বহনকারী মাইক্রোবাসটি ঢাকা ছেড়ে আসার পর পুলিশ চাইলে আমার অবস্থান শনাক্ত করতে পারত। এখন এসে আমি অবাক হয়েছি কেন পুলিশ খুলনা পৌঁছার আগেই মাইক্রোবাসটিকে আটক করতে পারল না।’
আরও পড়ুন: যা ঘটেছে তা প্রকাশ করতে ভীত নই: গার্ডিয়ানকে ফরহাদ মজহার

/বিএ/