আফগান কিশোরীদের স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

download

অবেশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে রোবটিক্স প্রতিযোগিতায় অংশ নেওয়া আফগান কিশোরীরা। এর আগে তাদের ভিসার আবেদন প্রত্যাখান করা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ওই স্কুলছাত্রীরা।  

ক্ষমতা গ্রহণের পর ছয়টি মুসলিমপ্রধান দেশ থেকে নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প । অবশ্য ওই তালিকায় ছিল না আফগানিস্তান। কিন্তু তারপরও তাদের ভিসার আবেদন বাতিল করা হয়। শেষ পর্যন্ত ট্রাম্প

যুক্তরাষ্ট্রে পৌছানোর পর তাদের স্বাগত জানায় আফগান রাষ্ট্রদূত হামদুল্লাহ মোহিব ও আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যালিস জি ওয়েলস।  এছাড়া এক টুইটের মাধ্যমে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নরেত। তিনি বলেন, ‘#আফগানিস্তান রোবটিক টিমকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাই।’

চলতি মাসে ‘ফার্স্ট গ্লোবাল’ নামের একটি অলাভজনক সংগঠন যুক্তরাষ্ট্রে এক রোবটিকস প্রতিযোগিতার আয়োজন করে। এই রোবটিকস গেমে বিশ্বের ১৬৪টি দেশের প্রতিযোগিদের অংশ নেয়ার কথা রয়েছে।

/এমএইচ