সেশনকে অ্যাটর্নি জেনারেল চাননি ট্রাম্প

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ সংযোগ থেকে নিজের নাম সরিয়ে ফেলবেন জানলে জেফ সেশনকে কখনোই অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিতেন না তিনি।  মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘সেশনকে এমনটা করা উচিত হয়নি। সে আমকে আগে এমনটা বললে কখনোই তাকে নিয়োগ দিতাম না।’

170606200616-jeff-sessions-donald-trump-0515-exlarge-169

মার্কিন নির্বাচনে রুশ সংযোগের তদন্ত থেকে মার্চে নিজের নাম প্রত্যাহার করে নেন জেফ সেশন। অবশ্য রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের খবর সংবাদমাধ্যমে আসার পর এমন সিদ্ধান্ত নেন তিনি। অনেকদিন পর নিউ ই্য়র্ক টাইমসের প্রতিবেদনে আবারও বিষয়টা সামনে আসলো। তবে সেশনের মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

গত মাসে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ট্রাম্পের সঙ্গে সম্পর্কে শীতলতার কারণে সেশনকে পদত্যাগও করতে বলা হয়েছিলো।

নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প জানান, জার্মানিতে জি-২০ সম্মেলনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে ট্রাম্পর। আর ১৫ মিনিটের ওই বৈঠকে মূলত কুশলাদি বিনিময়ই করেছেন তারা। তবে এই বৈঠকের বিষয় প্রথমে আড়াল করা হয়। হোয়াইট হাউস অনেক পরে এটি ট্রাম্প-পুতিন বৈঠকের বিষয়টি নিশ্চিত করে। ফলে প্রশ্ন উঠে ট্রাম্প হয়তো কিছু আড়াল করতে চাইছেন।

ইউরেশিয়া গ্রুপের পলিটিকাল রিস্ক কনসালটেন্সির প্রেসিডেন্ট ইয়ান ব্রেমার বলেন, বৈঠকটি এক ঘণ্টা স্থায়ী ছিলো।

সূত্র: এএফপি

/এমএইচ