ভারতে বাস গিরিখাদে পড়ে নিহত ২৮

india busভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে নয়জন। ২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার শিমলার খানেরি গ্রাম পার হচ্ছিল বাসটি। এক পর্যায়ে চাকা পাংচার হয়ে এটি মহাসড়কের ওপর থেকে একটি গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটিতে ৪০ জনের মতো আরোহী ছিলেন।

শিমলার ডেপুটি কমিশনার রোহান চাঁদ ঠাকুর এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, নয়জন নারী এবং এক শিশু রয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মহাসড়কের ওপর থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। তবে ফার্স্টপোস্টের খবরে বলা হয়েছে, ওই খাদটির গভীরতা ছিল ৭০০ মিটার।

এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কতৃপক্ষ। শিমলার ডেপুটি কমিশনার রোহান চাঁদ ঠাকুর জানান, নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

এ দুর্ঘটনা ও প্রাণহানির খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারিভাবে নিহতদের পরিবারের সদস্যদের ১০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

/এমপি/