শ্রমিকদের উন্নয়নে বাংলাদেশকে মার্কিন সহায়তা দিতে কংগ্রেসনাল কমিটির সুপারিশ

তিনটি শিল্প খাতে বাংলাদেশের শ্রমিকদের অবস্থার উন্নয়নে আর্থিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্র বরাবর সুপারিশ করেছে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি। কমিটির পক্ষ থেকে ২০১৮ স্টেট অ্যান্ড ফরেন অপারেশনস বিল-এর সঙ্গে মার্কিন প্রতিনিধি পরিষদ বরাবর পাঠানো একটি প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়েছে। এ তিনটি খাত হলো তৈরি পোশাক শিল্প, চিংড়ি ও মৎস শিল্প খাত।

বাংলাদেশের পোশাক শ্রমিক
বুধবার কণ্ঠভোটে ২০১৮ স্টেট অ্যান্ড ফরেন অপারেশনস বিলটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। এ আইনে মার্কিন পররাষ্ট্র দফতর, সরকারি সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসআইডি) এবং অন্যান্য আন্তর্জাতিক তৎপরতার ক্ষেত্রে অর্থ সহায়তা দেওয়ার কথা বলা আছে।

বাংলাদেশ সরকার কিভাবে মানবাধিকার ও শ্রমিকদের অধিকারের সুরক্ষা দিচ্ছে; স্বাধীন মত প্রকাশ, সংগঠন ও ধর্মের সুরক্ষায় এবং যথার্থ আইনি প্রক্রিয়া বজায় রাখতে নীতিমালার বাস্তবায়ন ঘটাচ্ছে; এবং মুক্ত, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করছে তা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছে কমিটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আইন কার্যকর হওয়ার ৯০ দিনের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিলটি এখন সিনেটে পাঠানো হচ্ছে। কোনও বিল আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্টের স্বাক্ষর নিতে হোয়াইট হাউসে পাঠানোর আগে একইরকম বিল সিনেটেও পাস করাতে হয়।

/এফইউ/