পারমাণবিক চুক্তি না মানলে ইরানকে বড় সমস্যায় পড়তে হবে: ট্রাম্প

পারমাণবিক সমঝোতা চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে ইরানকে ‘বড় বড় সমস্যা’ মোকাবিলা করতে হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে ট্রাম্পের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়ার এক সপ্তাহ পরই আবার এ হুমকি দিলেন ট্রাম্প।

ট্রাম্প
২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তি দেশগুলোর সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান। ২০১৬ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা কার্যকর হয়। চুক্তির আওতায় ইরান পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনতে রাজি হয়। বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ইরান এ সমঝোতা মেনে চলছে কিনা মার্কিন কংগ্রেসকে তা প্রতি ৯০ দিন পর জানাতে হয়। মার্কিন সরকার যদি বলে ইরান এ সমঝোতা মেনে চলছে না তাহলে কংগ্রেস ইরানের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে।

মঙ্গলবার (২৫ জুলাই) ওহিও’র ইয়ংসটাউনে বক্তৃতা দেয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “পরমাণু সমঝোতা যেভাবে মেনে চলার কথা সেভাবে যদি ইরান তা মান্য না করে তাহলে দেশটিকে অনেক বড় বড় সমস্যায় পড়তে হবে। আমি আপনাদেরকে যা বলেছি আপনারা তা বিশ্বাস করতে পারেন।”

একই দিনে ওয়াল স্ট্র্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী তিন মাস পর যখন আবার ইরানের পরমাণু সমঝোতা মেনে চলার ওপর সার্টিফিকেট দেওয়া হবে তখন পর্যন্ত যদি ইরান এ সমঝোতো মেনে চলে তাহলে তাতে তিনি বিস্মিত হবেন।

/এফইউ/