ভারতীয় সীমান্তে চীনা সেনাবাহিনীর প্রবেশের অভিযোগ

 

ভারতের উত্তরাখন্ডের বারাহোতিতে লাইন অফ একচুয়াল কন্ট্রোল বা আন্তর্জাতিক সীমারেখায় চীনা সেনাবাহিনীকে দেখা গেছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। গত বছরও চামোলি জেলায় ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিলো চীনা বাহিনী। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সিকিম নিয়ে দুই মাস ধরে চলা ভারত-চীনের বৈরিতায় এই ঘটনা নতুন মাত্রা যোগ করবে।

_801ce916-75fa-11e7-930d-20ef51ded0a4

চামোলি পুলিশের এসপি তৃপ্তি ভট্ট সীমান্ত অতিক্রমের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, ‘বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করছে। তাই আমি এখনই কিছু বলতে পারছি না।’ তবে ‍জুনে একটি চীনা হেলিকপ্টার ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করে চার মিনিট ছিলো বলেও দাবি করেন চ্যামোলির এসপি। 

দিল্লির এক সূত্র জানায়, এমন ঘটনা আগেও ঘটেছে এবং স্থানীয়ভাবেই এটার সমাধান করা হয়েছে। একে এত গুরত্ব দেওয়া ঠিক নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেন, উত্তরাখন্ডের ৩৭০ কিলোমিটারজুড়ে চীন সীমান্তে কড়া পাহারায় আছে ভারতীয় সেনাবাহিনী।

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চীনের স্বশাসিত অঞ্চল তিব্বতে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ তুলেছিলো বেইজিং।  চীন ও ভারতের সম্পর্ক বরাবরই শীতল ছিলো। সর্বশেষ পাকিস্তানের প্রতি চীনের সমর্থন ও বেল্ট এন্ড রোড সম্মেলনে ভারতের উপস্থিত না থাকায় তাদের সম্পর্কের আরও অবনতি ঘটে।

/এমএইচ