যুক্তরাষ্ট্রের মসজিদে হামলার ঘটনায় এফবিআই-এর তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের মসজিদে বোমা হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। শনিবার (৫ আগস্ট) থেকে মার্কিন এ তদন্ত সংস্থা কাজ শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এফবিআইয়ের পাশাপাশি ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো এন্ড ফায়ারআর্মসও তদন্তে যোগ দিয়েছে বলে জানানো হয়েছে।

এফবিআই
এফবিআই-এর মিনিয়াপোলিস বিভাগ টুইটারে জানায়, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে একটি বিধ্বংসী ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে; যা ফেডারেল আইনের লঙ্ঘন।’

শনিবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে দার আল ফারুক মসজিদে বোমা হামলা হয়। ভোর ৫টা ৫ মিনিটের দিকে মুসল্লিরা যখন নামাজ আদায়ের জন্য জড়ো হচ্ছিলেন তখনই ইমামের অফিসের জানালা দিয়ে বোমাটি ফেলা হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মসজিদের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওমর ব্লুমিংটনে সাংবাদিকদের জানান, মসজিদের এক সদস্য বোমা হামলার পর পরই ভবনের পার্কিং লট থেকে একটি পিকআপ ট্রাককে দ্রুত চলে যেতে দেখেছেন।

মিনিয়াপোলিস এলাকার মসজিদে হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স। সংগঠনটির এক পর্যালোচনায় দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত এক বছরে ‘মুসলিম-বিরোধী’ হামলার ঘটনা বেড়েছে।

মে মাসে কাউন্সিলের করা হিসেব অনুযায়ী,গত বছর যুক্তরাষ্ট্রে ২,২১৩টি মুসলিমবিদ্বেষী ঘটনা ঘটেছে; যা আগের বছরের তুলনায় ৫৭ শতাংশ বেশি।

মিনিয়াপোলিসের মসজিদে বোমা হামলার পর যুক্তরাষ্ট্রের সব মসজিদে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছে সংগঠনটি। 

/এফইউ/