৯/১১ এর ১৬ বছর পর পরিচয় মিলেছে একজনের

 

ওয়ার্ড ট্রেড সেন্টারে হামলার ১৬ বছর পেরিয়ে গেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিভীষিকাময় সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলো ২ হাজার ৭৫৩জন। তাদের মধ্যে নতুন একজনের পরিচয় মিলেছে সম্প্রতি। এই নিয়ে পরিচয় সনাক্ত হওয়া মানুষের সংখ্যা দাড়ালো ১ হাজার ৬৪১। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

টুইন টাওয়ার হামলা

প্রতিবেদনে বলা হয়, ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা। তবে তার পরিবারের অনুরোধে সংবাদমাধ্যমে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

সোমবার এই ঘোষণা দেয় নিউ ইয়র্কের চিফ মেডিকেল অফিসার। কার কার্যালয় থেকেই ২০০১ সালের ওই ঘটনায় নিহতদের পরিচয় সনাক্তের  প্রকিয়া চলছে। সর্বশেষ দুই বছর আগে একজনের পরিচয় পাওয়া গিয়েছিলো।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায়  সন্ত্রাসী হামলায় প্রাণ হারান তিন হাজার মানুষ। এখনও অজানা রয়ে গেছে ১১১২ জনের পরিচয়। ওই হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে কথিত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।

/এমএইচ/