ইরানের সঙ্গে সমঝোতা করছে না সৌদি আরব

 

ইরানের সঙ্গে সমঝোতার বিষয় ‍উড়িয়ে দিলো সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে এক সাক্ষাতকারে একথা জানান দেশটির এক বার্তা সংস্থা।

68382a443ae54eea863e759109f1afe5_18

তিনি জানান, সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রকাশিত খবরগুলো পুরোপুরি মিথ্যা। সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া ইরানের সঙ্গে কখনেই সমঝোতায় আসবে না সৌদি আরব। 

সৌদি রাজপরিবার বিশ্বাস করে বর্তমান ইরান সরকারের সঙ্গে কোনওভাবেই সমঝোতায় আসা সম্ভব না। কারণ তারা কূটনৈতিক সম্পর্ককে সম্মান করে না। তারা কোনও নিয়ও মানতে চায় না। এই সম্পর্ককে তারা মিথ্যা বলে মনে করে।  

ওই কর্মকর্তা নিশ্চিত করেন, সৌদি আরব এখনও ইরান সরকারকে ঝুঁকিপূর্ণ মনে করে। তারা মনে করে ইরানি সরকারের নীতি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে আগ্রাসন। তিনি বিশ্বের সবদেশকে ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সূত্র: গালফ নিউজ

/এমএইচ