ফিনল্যান্ডে ছুরিকাঘাতে নিহত ২, হামলাকারী আটক

Finland stabbingস্পেনের পর এবার রক্তাক্ত হয়েছে ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তার্কু শহর। ১৮ আগস্ট শুক্রবার সেখানকার পুওতুরি-মার্কেট স্কয়ার এলাকায় এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে এখনও কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয়নি।
কেন্ট সেভেনসন (৪৪) নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তি একটি বড় সাদা ছুরি নিয়ে রাস্তার মধ্যে লোকজনকে কোপাতে থাকে। ছুরিকাঘাতের শিকার একজন সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার।
হামলার পর পুলিশের পক্ষ থেকে টুইটারে দেওয়া এক পোস্টে লোকজনকে শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দর, ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহভাজনের খোঁজে বাস, ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা এক টুইটে বলেছেন, সামগ্রিক পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।
/এমপি/