হোয়াইট হাউসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন ব্রেইটবার্ট সম্পাদক

উগ্র রক্ষণশীল রাজনৈতিক সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের এক্সিকিউটিভ চেয়ারম্যান-এর আনুষ্ঠানিক দায়িত্ব ছেড়ে ট্রাম্প প্রশাসনের মুখ্য কৌশল প্রণেতা হয়েছিলেন স্টিভ ব্যানন। তার অপসারণের পর হোয়াইট হাউসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন সেই ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্কের একজন সম্পাদক।
ব্রেইটবার্ট-এর ওয়েব ভার্সনের ছবি

বিতর্কিত মার্কিন ডানপন্থী পত্রিকা ব্রেইটবার্ট প্রচলিত বামপন্থী আদর্শ এবং মূল রক্ষণশীল ধারাকে অস্বীকার করে উগ্র ডানপন্থী মতবাদের পক্ষে মতাদর্শ সরবরাহ করে। জোয়েল পলক নামের ক্যালিফোর্নিয়ার সেই ব্রেইটবার্ট সম্পাদক বলেছেন, ব্যাননের অপসারণের পর তাদের নিউজ নেটওয়ার্ক এবার হোয়াইট হাউসের বিরুদ্ধে যুদ্ধে নামতে যাচ্ছে।  তাকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ব্রেইটবার্ট সংশ্লিষ্টদের প্রায় সবার কণ্ঠেই এমন যুদ্ধের আকাঙ্ক্ষা প্রতিধ্বনিত হচ্ছে।

ব্যানন ব্রাইটবার্ট নিউজ নেটওয়ার্কে যোগ দেওয়ার সময় ব্রাইটবার্টকে ডানপন্থীদের হাফিংটন পোস্ট বানানোর ঘোষণা দিয়েছিলেন। গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় ভূমিকা রেখেছে স্টিভ ব্যানন-এর ওয়েবসাইট ব্রাইটবার্ট। ‘হোয়াইট হাউস এখন ডেমোক্র্যাটদের হয়ে গেল’ সাংবাদিক গ্রাব্রিয়েল শেরম্যানের কাছে ব্রেইটবার্টের এক সূত্র এমন মন্তব্য করেছে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদ (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল- এনএসসি) থেকে ব্যাননকে অপসারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শুক্রবার হোয়াইট হাউজের মুখ্য কৌশল প্রণেতার পদ থেকে স্টিভ ব্যাননকে সরিয়ে দেওয়ার খবরটি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি সারা হুক্যাবি স্যান্ডার্স। তাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, শুক্রবারই হোয়াইট হাউজে ব্যাননের শেষ কর্মদিবস ছিল।

/বিএ/