নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম গলার ক্যান্সারে আক্রান্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। নওয়াজের দল পিএমএল-এন খবরটি নিশ্চিত করেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

নওয়াজ ও কুলসুম
সংবাদমাধ্যমটি জানায়, লন্ডনে শারীরিক পরীক্ষার পর কুলসুমের গলায় ক্যান্সার ধরা পড়ে। মঙ্গলবার (২২ আগস্ট) লন্ডন থেকে পিএমএল-এন এর এক নেতা জানান, কুলসুমের ছোট ছেলে হাসান নওয়াজ তার অসুস্থতার খবর জানিয়েছেন। কুলসুমের গলার ক্যান্সার প্রাথমিক অবস্থায় আছে এবং এর থেকে আরোগ্য লাভ সম্ভব।

পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত হয়ে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষিত হওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর তার আসনটি শূন্য হয়। আগামী ১৭ সেপ্টেম্বর শূন্য আসনে নির্বাচনের কথা রয়েছে। ওই আসনে পিএমএলএন-এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুলসুম। এর আগে ক্ষমতাসীন পিএমএলএনের প্রার্থী হিসেবে নওয়াজের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের এ আসনে নির্বাচন করার কথা ছিল। পরে শাহবাজ নিজেই জানান, বেগম কুলসুম নওয়াজই নির্বাচন করবেন।

দলীয় সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অসুস্থতার কারণে নির্বাচন থেকে কুলসুম সরে দাঁড়াবেন না। আপাতত তার মেয়ে মরিয়ম মায়ের হয়ে প্রচারণা চালাবেন।