চেলসিয়া ক্লিনটনকে মেলানিয়ার ধন্যবাদ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসিয়া ক্লিনটনকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ১১ বছর বয়সী সন্তান ব্যারন ট্রাম্পের স্টাইল ও পোশাক নিয়ে সমালোচনার প্রতিবাদ করে টুইট করায় চেলসিয়াকে ধন্যবাদ জানান তিনি। ওই টুইটে সব শিশুকে তাদের মতো করে থাকতে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন এক সময়ের সাড়া জাগানো এই মডেল।

চেলসিয়া ও মেলানিয়া
সম্প্রতি ব্যারন-ট্রাম্পকে নিয়ে মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম ডেইলি কলার একটি খবর প্রকাশ করে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের ১১ বছর বয়সী সন্তানের স্টাইল ও পোশাক নিয়ে সমালোচনামূলক নিবন্ধ প্রকাশিত হয়। সোমবার প্রকাশিত ওই নিবন্ধে বিনোদন সাংবাদিক ফোর্ড স্প্রিংগার লিখেছেন, ‘ট্রাম্প পরিবারের কনিষ্ঠতম সদস্যকে প্রেসিডেন্টের সন্তান হিসেবে কোনও দায়িত্ব পালন করতে হয় না। কিন্তু অন্ততপক্ষে জনসমক্ষে আসার সময় পোশাকের দিকে সে খেয়াল রাখতে পারে।’

চেলসিয়া ও ব্যারন
নিবন্ধটি প্রকাশ হওয়ার পর এর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে দুই আলাদা পরিবারের সন্তান হওয়ার পরও ব্যারনের পাশে দাঁড়িয়ে ওই নিবন্ধটির সমালোচনা করেন চেলসিয়া। টুইটে চেলসিয়া ক্লিনটন বলেন, ‘মিডিয়া ও অন্যদের উচিত এখন ব্যারন ট্রাম্পকে একা থাকতে দেওয়া এবং তাকে তার মতো করে শৈশব কাটাতে দেওয়া।’ চেলসিয়ার এ টুইটের পর মঙ্গলবার পাল্টা টুইট করে তাকে ধন্যবাদ জানিয়েছেন মেলানিয়া। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ চেলসিয়া ক্লিনটন-আমাদের সব শিশুকে তাদের মতো করে থাকতে দেওয়া খুব জরুরি!’