ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তকারীদের হাতে নতুন ইমেইল

ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে নতুন একটি ইমেইলের খোঁজ পেয়েছেন কংগ্রেসের তদন্তকারীরা। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের একজন শীর্ষস্থানীয় সহযোগীর ওই মেইলটিতে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে পুতিনের একটি সাক্ষাতের ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইমেইলটি পাঠিয়েছেন বর্তমানে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ রিক ডিয়ারবর্ন। ২০১৬ সালের জুনে ট্রাম্পের প্রচারণা শিবিরের কর্মকর্তাদের কাছে এটি পাঠানো হয়। এতে তিনি জানান, একজন ব্যক্তি তাদের পুতিনের সঙ্গে যুক্ত করানোর চেষ্টা করছেন।

এদিকে গত দুই সপ্তাহে ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। এনবিসি/মারিস্ট-এর এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে দেখা যায়, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানের মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ৪০ শতাংশের নিচে নেমে গেছে ট্রাম্পের জনপ্রিয়তা। এনবিসি/মারিস্ট জরিপ শুরু হয় রবিবার। একদিন আগেই শার্লটসভিলে বর্ণবাদী ও বর্ণবাদবিরোধীদের সংঘর্ষ হয়। জরিপে দেখা যায়, মিশিগানের ৩৬ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে। পেনসিলভেনিয়ায় এই সংখ্যা ৩৪ শতাংশ ও উইসকনসিনে ৩৪ শতাংশ।

উইসকনসিনে ৫৬ শতাংশ ভোটার ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। মিশিগানে ৫৫ শতাংশ ও পেনসিলভানিয়ায় ৫৩ শতাংশ। এই তিন অঙ্গরাজ্যের ৬০ শতাংশেরও বেশি ভোটার জানান, ট্রাম্পের কারণে তারা বিব্রত। মিশিগান ও উইসকনসিনের ৬৪ শতাংশ। পেনসিলভানিয়ায় ৬৩ শতাংশ। অন্যদিকে ট্রাম্পের ওপর খুশি পেনসিলভানিয়া ও উইসকনসিনের ২৫ শতাংশ ভোটার। মিশিগানে এই সংখ্যা ২৮ শতাংশ।

অর্থনীতি বিষয়ে জানতে চাইলে নাগরিকরা জানান তারা ট্রাম্পের ব্যাপারে সন্তুষ্ট। মিশিগানের ৪২ শতাংশ ভোটার মনে করে ট্রাম্পের কারণে মার্কিন অর্থনীতি শক্তিশালী হয়েছে। পেনসিলভেনিয়ায় সেটা ৪৫ শতাংশ আর উইসকনসিনে ৪১ শতাংশ। প্রতি ১০ জনের ছয়জনই মনে করেন ট্রাম্পের নেতৃত্বে বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হচ্ছে। সূত্র: সিএনএন, রয়টার্স।