হিউস্টনের বন্যায় ৭ জনের মৃত্যু, পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা

আসন্ন দিনগুলোতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। মৌসুমী ঘূর্ণিঝড় হার্ভের ইউএস গালফ কোস্টে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সোমবার (২৮ আগস্ট) এমন সতর্কতা দেওয়া হয়েছে। টেক্সাসে কয়েক দিন ধরে চলা বন্যায় এরইমধ্যে সাতজনের প্রাণহানি হয়েছে।  

বন্যা কবলিত মানুষ
যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর হিউস্টনে বন্যার কারণে আটকে পড়া কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও এখনও অনেকে আটকা পড়ে আছেন। ন্যাশনাল গার্ডের সেনা, পুলিশ, উদ্ধারকর্মী এবং বেসামরিক লোকজন হেলিকপ্টার, নৌকা ও বিশেষ হাই-ওয়াটার ট্রাকে করে হিউস্টনে আটকে পড়াদের উদ্ধার করছেন।  

শুক্রবার (২৫ আগস্ট) হিউস্টন থেকে ২২০ মাইল দক্ষিণে করপাস ক্রিস্টির কাছে উপকূলীয় এলাকায় আঘাত হানে শক্তিশালী ঝড় হার্ভে। টেক্সাসের ৫০ বছরেরও বেশি সময় ধরে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী। সেখানকার পরিস্থিতি এতোটাই বিপর্যয়পূর্ণ যে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ এলাকাজুড়ে বেশ কয়েকটি সতর্কতা জারি করেছে।

হিউস্টনের বেশ কিছু বড় বড় সড়ক ও রেল লাইনের পাশাপাশি বড় দুটি বিমানবন্দরও বন্ধ রয়েছে। একটি হাসপাতালও অচল হয়ে পড়েছে। সেখান থেকে রোগীদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর বা এনডব্লিউএস পুরো পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে। তারা বলছে, ওই এলাকায় 'আকস্মিক বন্যাজনিত জরুরি অবস্থা' তৈরি হয়েছে। কাছাকাছি এলাকায় ভ্রমণ করাও অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে।

এদিকে মঙ্গলবার টেক্সাসের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্বগ্রহণ করার পর যুক্তরাষ্ট্রে এটিই প্রথম বড় দুর্যোগ।