কাতার সংকট সমাধানে সৌদি বাদশাকে ফোন ট্রাম্পের

 

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে কাতার সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক ফোনালাপে এই আহ্বান জানান তিনি।

সৌদি বাদশার সঙ্গে ট্রাম্প

হোয়াইট হাউস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, কাতার সংকটে সব পক্ষকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এই সংকট সমাধানে সবাইকেই কূটনৈতিক পথ খুঁজে বের করতে হবে

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ কয়েকটি দেশ। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

সূত্র: গালফ নিউজ

/এমএইচ