রাশিয়া-তুরস্ক ২.৫ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র বিরোধী ক্ষেপণাস্ত্র অস্ত্র কিনছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক সদস্য দেশ তুরস্ক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র’ ২৪৮ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। একইসঙ্গে এটি ৮০টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে।
রাশিয়া-তুরস্ক ২.৫ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

গত ছয় মাস ধরে পূর্ব ইউরোপে নিজেদের সামরিক বাহিনীর অবস্থানকে কেন্দ্র করে রাশিয়া এবং তুরস্ক কূটনৈতিক সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন চলছে। এর মধ্যেই অস্ত্র চুক্তির খবর জানা গেল। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ‘ইউরোপের অস্ত্রের দাম বেশি হওয়ায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয় করবে।’

এরদোয়ান তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াতকে বলেন, ‘কুর্দি সন্ত্রাসীদের দমন করার জন্য পশ্চিমা সহযোগিদের কাছ থেকে যে অস্ত্র ক্রয় করা হয়েছিল সেটি অনেক ব্যয়সাপেক্ষ।’ এছাড়া আমরা কোন দেশের সঙ্গে চুক্তি করব সেটি আমাদের স্বাধীনতা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক উপদেষ্টা কোজিন বলেন, ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র চুক্তি আমাদের কৌশলগত স্বার্থের জন্য উপযোগী।’

পুতিন-এরদোয়ান

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে তুরস্কের মতবিরোধ সৃষ্টি হওয়ার পর দেশটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। জার্মানি ইতিমধ্যে তুরস্কের কাছে অস্ত্র বিক্রি করবে না বলে ঘোষণা করেছে।