রোহিঙ্গাদের নজরদারিতে রাখছে বাংলাদেশ: এইচ টি ইমাম

বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে। তাদের সঙ্গে জঙ্গিরা যেন দেশে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে তাদের নিবন্ধন করা হচ্ছে। মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব  কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, ‘আমাদের সব সংস্থা বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের নিবিড় নজরদারিতে রাখছে। কোনও জঙ্গি যেন বাংলাদেশে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিতে তাদের সমস্ত প্রাসঙ্গিক তথ্য নিয়ে নিবন্ধন করানো হচ্ছে।’

জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথাও পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনার এই উপদেষ্টা। তিনি বলেন, ভারত ও মিয়ানমার-সহ আমাদের কোনও বন্ধু এবং প্রতিবেশীর বিরুদ্ধে কোনও সন্ত্রাসী গ্রুপকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।

তিনি বলেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে-এমন কোনও তথ্য পাওয়া গেলে বাংলাদেশ অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা নেবে। তবে এখনও পর্যন্ত রোহিঙ্গারা ঝামেলা বাধানোর চেষ্টা করছে বলে কোনও খবর পাওয়া যায়নি।

এইচ টি ইমাম বলেন, আমাদের অবস্থান হচ্ছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে। সেসব ক্যাম্প বন্ধ করতে হবে এবং তাদেরকে আমাদের ফেরত পাঠাতে হবে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।