রোহিঙ্গা সংকটকে ‘অভ্যন্তরীণ জাতিগত সহিংসতা’ বললো আসিয়ান

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সম্প্রদায়ের উপর সামরিক বাহিনীর নিধনযজ্ঞ নিয়ে বিবৃতি দিয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান। রোহিঙ্গাদের কথা উল্লেখ না করে এই ঘটনাকে তারা ‘অভ্যন্তরীণ জাতিগত সহিংসতা’ বলে উল্লেখ করেছে।

84643_leadd
বিবৃতিতে তারা জানায়, এই সহিংসতা ইতিহাস অনেক পুরাতন। এই সংকট সমাধানে মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায় তারা।
শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের পাশপাশি আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকের পর এই বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি পুলিশ ক্যাম্পে সহিংতার পর রোহিঙ্গা গ্রামবাসীদের উপর চড়াও হয় সামরিক বাহিনী। রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ চালায় তারা। প্রাণে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশ পালিয়ে আসেন। তাদের বক্তব্যে উঠে আসে রোহিঙ্গাদের উপর চালানে নির্যাতনের দৃশ্য। জাতিসংঘ একে ‘জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে উল্লেখ করেছেন।
জাতিসংঘ ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করলেও রোহিঙ্গাদের বিষয়টা অনেক এড়িয়েই গেছে আসিয়ান।