হোয়াইট হাউসের চিফ অব স্টাফের ব্যক্তিগত সেলফোন হ্যাক হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির ব্যক্তিগত সেলফোন হ্যাক করা হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা আশঙ্কা করা করছেন বিদেশি হ্যাকাররা জন কেলির ফোন হ্যাক করে নথি চুরি করেছে। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র এক খবরে বিষয়টি জানা গেছে।

static.politico.com

তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, গত ডিসেম্বরেই এই হ্যাক হয়ে থাকতে পারে। চলতি বছরের জুলাইয়ে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিযুক্ত হন কেলি। এর আগে জানুয়ারিতে হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব নেওয়ার মাধ্যমে ট্রাম্প প্রশাসনে যোগ দেন তিনি।

তবে এখন পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করা হয়নি। পলিটিকো জানায়, চলতি গ্রীষ্মে হোয়াইট হাউসের টেক সাপোর্টকে ফোন দেখানোর পরে আবিষ্কার করা হয় যে তার ফোন হ্যাক হয়েছে। জন কেলি বলেন, তার ফোন ঠিকমতো কাজ করছিল না।

কোনও তথ্য চুরি হয়েছে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত নন সংশ্লিষ্টরা। কেলির দাবি, ট্রাম্প প্রশাসনে যোগ দেওয়ার পর ব্যক্তিগত ফোন ব্যবহার করেননি তিনি।  সূত্র: রয়টার্স।