পরমাণু চুক্তি বাতিলের ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে। সোমবার সাংবাদিকদের কাছে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

Trump-6



মার্কিন মন্ত্রিসভার সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প বলেন, “আমি যা করি সে সম্পর্কে শক্তভাবে বিশ্বাস করি। আমি সুবিধা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি।” তিনি আরও বলেন, “এটা হতে পারে সামগ্রিকভাবে পরমাণু সমঝোতা বাতিল এবং এর বাস্তব সম্ভাবনা রয়েছে; কেউ কেউ বলছেন, বৃহত্তর সম্ভাবনা রয়েছে।”

সমঝোতার শর্ত অনুযায়ী প্রতি ৯০ দিন পর প্রেসিডেন্ট ট্রাম্পকে নিশ্চিত করতে হয় যে, ইরান এ সমঝোতা মেনে চলছে। যদি তিনি বলেন, তেহরান সমঝোতা মানছে না তাহলে মার্কিন কংগ্রেস এ সমঝোতা বাতিল করতে বাধ্য। ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প সমঝোতা নিয়ে নেতিবাচক অবস্থান নিলেও তিনি এরইমধ্যে দুইবার ইরান সমঝোতা মানছে বলে স্বীকৃতি দিয়েছেন।

গত শুক্রবার হোয়াইট হাউজ থেকে দেয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেছেন, তিনি আর ইরানের পরমাণু সমঝোতা মানার স্বীকৃতি দেবেন না। তিনি এও বলেছেন, যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরমাণু সমঝোতা বাতিল করবে।