বাংলাদেশ-ভারতের ১২ পয়েন্টে চালু হবে রেল সংযোগ

nonameবন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারত রেলপথ পুনরায় চালুর পরিকল্পনা করা হচ্ছে। তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের ১২টি রেল যোগাযোগ পথ ছিল। ১৯৬৫ সালের পর তা বন্ধ হয়ে যায়। পর্যায়ক্রমে এসব রেলপথ ফের চালু করা হবে। ইতোমধ্যে আখাউড়া-আগরতলা রেললাইনের ভারতীয় অংশের কাজ শুরু হয়েছে। শুক্রবার ভারতের আগরতলায় রোটারি ক্লাব অব আগরতলার উদ্যোগে আয়োজিত ভারত-বাংলাদেশ মৈত্রী অনুষ্ঠানে অংশ নেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সময় সেখানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভারতীয় অর্থায়নে নির্মিত আগরতলা-আখাউড়া রেলপথের বাংলাদেশ অংশের কাজও শুরু হবে অল্প কিছুদিনের মধ্যে। এ কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।

রেলপথমন্ত্রী বলেছেন, তিতাস ও ভৈরব নদীর ওপর দ্বিতীয় রেল সেতু নির্মিত হয়েছে ভারতীয় অর্থায়নে। এই সেতু আগামী কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন।

বর্তমানে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত সরাসরি মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। আগামী মাসে খুলনা থেকে কলকাতার মধ্যে বন্ধন এক্সপ্রেস নামে আরও একটি ট্রেন চালুর কথা রয়েছে। এছাড়া রাজশাহী থেকে কলকাতার মধ্যে ট্রেন চালু করার প্রস্তাব রয়েছে। সূত্র: ইন্ডিয়া টাইমস।