২০১৫ সালে দূষণে ভারতে মৃত্যু ৫ লাখ

২০১৫ সালে পরিবেশ দূষণের কারণে অসুস্থ হয়ে ভারতে মৃত্যুবরণ করেছে অন্তত পাঁচ লাখ মানুষ। স্বাস্থ্যবিষক জার্নাল ল্যানসেটের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় বাড়ির ভেতরের দূষণের কারণে।

18a6fe3e8c173f515955f27ef6d405a3

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বাসা-বাড়িতে রান্নার সময় গ্যাস পোড়ানো থেকে যেই দুষণ হয় সেটাও মারত্মক। ২০১৫ সালে এই দূষণেই মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ২০৭ জন।

পিএম২.৫ নামে এই দূষণ শরীরের জন্য মারত্মক ক্ষতিকর। ইন্টারন্যাশনাল এলায়েন্স ফর ক্লিন কুকস্টোভ এর প্রধান নির্বাহী বলেন, ‘বাড়িতে রান্নার ফলে তৈরি ধোঁয়াতে ভারতে প্রায় ১০ লাখের মতো মৃত্যুর আশঙ্কা তৈরি হয়েছে। শুধু নারীরাই নয়। এতে ঝুকিতে রয়েছে শিশুসহ পরিবারের অন্যরা।

ডাক্তাররা জানান, পিএম২.৫ নামের এই ভাইরাসটি ফুসফুস ও রক্তে মিশে গিয়ে শরীরের ক্ষতি করে।

এর আগে আন্তর্জাতিক সমীক্ষায় জানানো হয়েছিলো, ভারতের দূষণে প্রতি এক মিনিটে মারা যায় ৫ জন করে। দূষণে মৃত্যুর ঘটনায় বিশ্বের মধ্যে ভারতই প্রথম। দ্বিতীয় স্থানে চীন। দেশটিতে ১৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে দূষণে। গবেষণায় উঠে এসেছে, অধিকাংশ মৃত্যুর কারণই হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার। যা দূষণের জন্য হয়ে থাকে।