পুণ্যস্নান: গঙ্গার তীরে পদদলিত হয়ে চারজনের মৃত্যু

biharভারতের বিহারে গঙ্গা নদীর তীরে পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী, কার্তিক পূর্ণিমার পুণ্যস্নান করতে বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হলে এ হতাহতের ঘটনা ঘটে।

গঙ্গা নদীর তীরবর্তী বিহার রাজ্যের বেগুসরাই জেলার সিমারিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে ঘাটে পুণ্যস্নান করতে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। হঠাৎ করে সেখানে গুজব ছড়ায়। আর তাতেই হুড়োহুড়ি পড়ে ঘাটে। ছুটতে গিয়ে অনেকে পড়ে যান। তাদের মাড়িয়ে যান অন্যরা। তবে, কোন গুজবের জেরে হুড়োহুড়ি শুরু হয়; তা জানতে পারেনি পুলিশ।

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও স্থানীয়রা হতাহতদের হাসপাতালে নিয়ে যায়। মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।