টেক্সাসে গির্জায় বন্দুকধারীর হামলা

 

টেক্সাসটেক্সাসের একটি গির্জায় হামলা চালিয়েছে এক বন্দুকধারী। রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে (বাংলাদেশ সময় রাত) এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ওই বন্দুকধারী। এছাড়া হামলায় হতাহতের বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংয়ের উইলসন কাউন্টির ফার্স্ট ব্যাপটিস্ট গির্জায় এই হামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি ও ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন।

স্থানীয় এবিসি টেলিভিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বন্দুকধারী বেলা সাড়ে ১১টার দিকে গির্জায় ঢুকে গুলি চালাতে শুরু করে। পুলিশ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছে হামলাকারী।

টেক্সাস-
যদিও হতাহতের সংখ্যার বিষয়ে এখনও কোনও ধারণা পাওয়া যায়নি। তবে স্থানীয় সাংবাদিক ম্যাক্স মেসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হতাহতদের দ্রুত সরিয়ে নিতে কয়েকটি হেলিকপ্টার ব্যবহার করতে দেখা গেছে। এমনকি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটের দাবি, ‘হামলায় প্রার্থনাকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। শিগগিরই টেক্সাসের পাবলিক সেফটি ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

আরও পড়ুন: 
ট্রাম্পের এশিয়া সফর কেন এত গুরুত্বপূর্ণ?