শি জিন পিং এর প্রশংসা করলেন ট্রাম্প

বেইজিং সফরে গিয়ে চীন এবং সেদেশের প্রেসিডেন্ট শি জিন পিং এর প্রশংসা করলেন চীনবিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া ও বাণিজ্য ইস্যুতে বিভিন্ন সময়ে ট্রাম্পকে চীনের সমালোচনা করতে দেখা গেলেও বৃহস্পতিবার বেইজিং এ তার কণ্ঠে শোনা গেলো ভিন্ন সুর। ট্রাম্প বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির জন্য চীনকে দায়ী মনে করেন না; বরং এর জন্য আগের মার্কিন প্রশাসন দায়ী।

ট্রাম্প ও শি
এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার চীনে পৌঁছান ট্রাম্প। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেইজিং এ ব্যবসায়ী নেতাদের সামনে যৌথভাবে হাজির হন তিনি ও জিনপিং। সেসময় ট্রাম্প বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ‘খুব একপেশে এবং অন্যায্য।’ তবে সঙ্গে সঙ্গে তিনি বলেন: ‘আমি চীনকে দোষ দিচ্ছি না। কোনও দেশের সংকটের সুযোগকে কাজে লাগিয়ে অন্য কোনও দেশ যদি তার জনগণের সুবিধা নিশ্চিত করে তবে সে দেশকে কি দোষ দেওয়া যায়? আমি এক্ষেত্রে চীনকে বিশাল কৃতিত্ব দেব।’

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের আগে থেকে চীনবিরোধী বক্তব্য দিয়ে আসছেন ট্রাম্প। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি নিয়েও সমালোচনা করেছেন তিনি। চীন যুক্তরাষ্ট্রের চাকরির বাজার নষ্ট করছে বলেও অভিযোগ করতেন তিনি।

তবে বৃহস্পতিবার ট্রাম্প কেবল চীনেরই প্রশংসা করেননি, বার বার করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এরও প্রশংসা করেছেন তিনি। এক পর্যায়ে ট্রাম্প শি জিনপিংকে বলে ফেলেন: ‘আপনি খুব বিশেষ একজন মানুষ’।

উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি আরোপসহ বিভিন্ন তৎপরতার জন্য শি কে ধন্যবাদ জানান ট্রাম্প।
আতিথেয়তার জন্য টুইটারেও শি জিনপিং ও তার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

/এফইউ/