জাতিসংঘে ভেনেজুয়েলাবিরোধী বৈঠকের ডাক যুক্তরাষ্ট্রের, চীন-রাশিয়াসহ ৪ দেশের প্রত্যাখ্যান



ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আয়োজন করা একটি বৈঠক বর্জন করেছে রাশিয়া, চীন, বলিভিয়া ও মিসর।  নিরাপত্তা পরিষদের এমন আলোচনাকে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বিবেচনা করছে তারা। তাদের দাবি, এটি ঠিক কাজ হবে না। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

4bn39ae1b5bab8xdjg_800C450



প্রতিবেদনে বলা হয়, সোমবার ভেনিজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নিরাপত্তা পরিষদে বৈঠকের আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন এ উদ্যোগকে অবৈধ ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলে উল্লেখ করে বৈঠক বর্জন করেছে চার দেশ।
জাতিসংঘের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ভেনিজুয়েলা পরিস্থিতি দিন দিন সহিংস হয়ে উঠছে এবং এ অঞ্চল ও সারা বিশ্বের জন্য তা হুমকি হিসেবে দেখা দিচ্ছে। আর রুশ রাষ্ট্রদুত ভ্যাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি বাইরে কোনো হস্তক্ষেপ ছাড়াই ভেনিজুয়েলা নিজ প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে তার নিজের ইস্যু সমাধান করতে সক্ষম হবে। ’
গত জুলাইয়ে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান সংশোধনের মধ্য দিয়ে ক্ষমতা সংহত করেন। এরপর থেকেই দেশটিতে তার বিরুদ্ধবাদীরা সরব হয়। অভিযোগ ওঠে দুর্নীতির। এর নেপথ্যে মার্কিন ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে ভেনেজুয়েলা।  আগস্টের মাঝামাঝি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের হুমকি দেন। একই মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সরকারের ওপর  বাণিজ্যখাতে সীমিত পর্যায়ের নিষেধাজ্ঞা  আরোপের ঘোষণা দেন। 
মার্কিন তৎপরতার বিপরীতে আগস্টের শেষ সপ্তাহেই ভেনেজুয়েলা সামরিক প্রস্তুতি নিতে শুরু করে। দেশরক্ষায় এগিয়ে আসতে বেসামরিকদের আহ্বান জানিয়ে তাদেরও প্রশিক্ষণ দেওয়া শুরু হয়।