আইএসের কাছ থেকে সিরিয়ার বুকমাল শহর পুনরুদ্ধার

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি বলে পরিচিত বুকামাল শহর পুনরুদ্ধার করেছে দেশটির সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

4bn366a970e0b6xic9_800C450

প্রতিবেদনে বলা হয়, বুকামাল শহরটি কৌশলগত দিক দিয়ে খু্‌বই গুরুত্বপূর্ণ এবং এর অবস্থান ইরাক সীমান্তের কাছে। শহরটি গত কয়েকদিন দখল পাল্টা দখল হয়েছে।

সিরিয়ার জয়েন্ট অপারেশন্স কমান্ড থেকে দেয়া বিবৃতির বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ফোরাত নদীর উপকূলবর্তী এ শহরে সন্ত্রাসীরা যেসব বোমা ও মাইন পেতে রেখে গেছে এখন তা পরিষ্কার করার অভিযান চলছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুকামাল শহরে আইএসের স্বঘোষিত গর্ভনর আবু হাসান আল-ইরাকি পালিয়ে গেছে। এছাড়া, তাদের শীর্ষ পর্যায়ের দুই কমান্ডার সাদ্দাম আল-জামাল ও আবু সুমাইয়া আল-আনসারিও পালিয়েছে।