১১ যাত্রী নিয়ে ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত

জাপানের ওকিনওয়া দ্বীপের কাছে সাগরে মার্কিন নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সেসময় বিমানে ১১জন ক্রু ও যাত্রী ছিলো। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ap_17315128152006-adff47598f47126215f6f702bb76d30129eaea0f-s900-c85

প্রতিবেদনে বলা হয়, ইউএসএস রোনাল্ড রিগানের দিকে যাচ্ছিলো বিমানটি। সেখানে পৌঁছানোর আগেই সাগরে ধ্বংস হয়ে যায়।

এক বিবৃতিতে মার্কিন প্রশাসন জানায়, ইউএসএস রোনাল্ড রিগান উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনও ভূপতিত হওয়ার কারণ জানা যায়নি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি অনোদেরা সাংবাদিকদের বলেন, মার্কিন নৌবাহিনী তাকে জানিয়েছে যে ফিলিপাইন সাগরের ওই দুঘরটনায় কারিগরী ত্রুটি থাকতে পারে।

সি-টু গ্রেহাউন্ড নামে ওই বিমানটি যাত্রী ও মালামাল বহন করে। ৫০ বছরেরও বেশি সময় ধরে কাজ কার্যক্রম চালিয়ে আসছিলো বিমানটি।