ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা রাশিয়ার

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়ার বিমান বাহিনী। পরীক্ষার অংশ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী উন্নত মানের মিসাইল নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার কাজাখস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র থেকে মিসাইলটি উৎক্ষেপণ করা হয়।

nonameপূর্বনির্ধারিত পথ ধরে উড্ডয়ন করে মিসাইলটি যথাযথভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানান রুশ বিমান বাহিনীর কর্নেল অ্যান্দ্রে প্রিখোদকো। পরীক্ষার বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। তবে এর সব লক্ষ্যই সফল হয়েছে বলে রুশ বিমান বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে ভারী ট্রাকে করে একটি রকেট বহন করতে এবং সেটিকে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে নিয়ে যেতে দেখা গেছে।

রাশিয়াসহ পৃথিবীতে অল্প কয়েকটি দেশের পুরোপুরি কার্যকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আছে। এ ব্যবস্থা সাধারণভাবে এ-১৩৫ নামে পরিচিত। এ ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে '৫৩টি৬' মিসাইল ব্যবহার করা হয়। মস্কোসহ আশেপাশের অঞ্চলের আকাশসীমা রক্ষায় এ ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। সূত্র: পার্স টুডে।