চীনে শিল্প এলাকায় বিস্ফোরণ, নিহত অন্তত দুই

চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী নিংগবোতে একটি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় ২৬ নভেম্বর রবিবার সকাল ৯টার দিকে নগরীর জিংগবি জেলায় অবস্থিত কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি গাড়ি নির্মাণ শিল্প এলাকা হিসেবে পরিচিত। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

nonameবিস্ফোরণস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের ফুটেজে দেখা যায়, ধ্বংসাবশেষ থেকে লোকজনকে উদ্ধার করে নিয়ে আসছেন উদ্ধারকর্মীরা।

বিস্ফোরণের ঘটনায় সংলগ্ন কয়েকটি ভবনেও ধসের ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি প্রক্রিয়াধীন রয়েছে।