কাশ্মীরে আট কেজি হেরোইনসহ ভারতীয় সেনা আটক

ভারতের জম্মু কাশ্মীরে আট কেজি হেরোইনসহ এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। কাশ্মীরের কুঞ্জয়ানিতে এক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

INDIAN ARMY

আটক সেনা সদস্যের নাম মোহাম্মদ আনোয়ার। তিনি রাজৌরি জেলার নওশেরার বাসিন্দা ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় কর্মরত ছিলেন। তিনি দুই দিনের ছুটিতে নিয়ে কর্মস্থলের বাইরে ছিলেন।

জম্মু পুলিশের সিনিয়র সুপারিন্ডেন্ট ভিবেক গুপ্ত ঘটনা নিশ্চিত করেছেন। এক পুলিশ কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুঞ্জয়ানীতে যৌথ বাহিনীর একটি চেকপোস্ট বসানো হয়। এসময় দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বাসে অভিযান চালিয়ে ওই সেনা সদস্যকে আটক করা হয়। তার কাছে থাকা আপেলের বাক্সের মধ্যে প্রতিটি এক কেজি ওজনের আটটি হেরোইনের প্যাকেট পাওয়া যায়।

দুইদিন আগে জম্মুতে প্রায় ১৫ কেজি হেরোইন, ২৪ লাখ ভারতীয় রুপি ও দুটি গাড়িসহ চারজনকে আটক করা হয়। গত মাসে রাজৌরি জেলা থেকেই মাদক চোরাচালানের অভিযোগে মুশতাক হোসাইন নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশ। এবছর তার আগে আরো চার পুলিশ সদস্য মাদক নিয়ে আটক হন।