সাবেক সিআইএ কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা

মার্কিন জাতীয় গোয়েন্দা কাউন্সিলের সাবেক সহ-সভাপতি গ্রাহাম ফুলারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তুরস্কের প্রধান প্রসিকিউটর। তার বিরুদ্ধে দেশটির ধর্মীয় নেতা ফাতেউল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার এ খবর জানিয়েছে।

graham fuler

যুক্তরাষ্ট্রে বসবাসরত গুলেনকে গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের পরিকল্পনাকারী হিসেবে দোষারোপ করে তুরস্ক। তবে তিনি তা অস্বীকার করে আসছেন। গুলেন অনেক দিন ধরেই তুরস্ক থেকে নির্বাসিত হয়ে আছেন। গুলেনের সঙ্গে সাবেক সিআইএ কর্মকর্তা ফুলারের যোগাযোগ আছে উল্লেখ করে তার বিরুদ্ধে গত বছর তুরস্কের সরকার উৎখাতের ব্যর্থ অভ্যুত্থানে সহায়তার অভিযোগও করা হয়।

গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ৫০ হাজারের বেশি নাগরিককে বন্দি করে বিচার করা হচ্ছে। গত বছরের ১৫ জুলাইয়ের ওই ব্যর্থ অভ্যুত্থানের পর সরকারি-বেসরকারি মিলিয়ে আরও দেড় লাখ চাকরিজীবীকে বরখাস্ত করা হয়েছে।