ভারতে চার সহকর্মীকে গুলি করে মারলেন সিআরপিএফ কনস্টেবল

 

 

সহকর্মীদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়েছেন ভারতের ছত্তিসগড়ের আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক কনস্টেবল। গুলিতে কর্মকর্তাসহ ৪ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। অভিযুক্ত কনস্টেবল সনৎকুমারকে (৩৫) গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা।

ফাইল ছবি

শনিবার সন্ধ্যা ৫টার দিকে মাওবাদী অধ্যুষিত ছত্তিসগড়ের বীজাপুর জেলার বাসগুডা সিআরপিএফ ক্যাম্পের ওই ঘটনায় পুলিশের পাশাপাশি সিআরপিএফের পক্ষ থেকেও তদন্ত চলছে। নিহতরা হলেন- উপপরিদর্শক বি কে শর্মা (৩৪), উপপরিদর্শক মেঘ সিং (৫২), সহকারী উপপরিদর্শক রাজবীর (৪৮) এবং কনস্টেবল জি এস রাও (৩৭)। এছাড়া গজানন্দ নামে এক কনস্টেবলকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জম্মু-কাশ্মির, অন্ধ্রপ্রদেশ, গুজরাট ও রাজস্থানের বাসিন্দা।

সিআরপিএফ একজন মুখপাত্র দীনাকরণ মোজেস বলেন, ‘ঝগড়ার পর সনৎকুমার অন্যদের দিকে একে-৪৭ রাইফেল দিয়ে গুলি চালায়।’ রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুন্দর রাজ ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে বলেন, ‘সেখানে কী হয়েছে, কেন হয়েছে আর কোন পরিস্থিতিতে হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে।’  

বস্তারের পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহাকে উদ্ধৃত করে পার্সটুডের খবরে বলা হয়েছে, শনিবার বিকেল ৫ টা ১৫ মিনিটে ওই ঘটনা ঘটেছে। উচ্চপদস্থ সহকর্মীদের সঙ্গে ঝগড়ার জেরে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালান কনস্টেবল সনৎকুমার।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং ওই ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আহত সিআরপিএফ সদস্যের আরোগ্য কামনা করেন। এর আগে গত জানুয়ারিতেও এই বাহিনীর এক সদস্য চারজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করেন।

খনিজ সম্পদে সমৃদ্ধ ছত্তিশগড়ে প্রায় তিন দশক ধরে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটছে। সেখানে সরকার খনিজ সম্পদ নির্ভর শিল্প স্থাপনের উদ্যোগ নিলে মাওবাদী গেরিলারা তার বিরোধিতা করে আসছে। ওই অঞ্চলে মাওবাদীবিরোধী অভিযানের জন্যই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীটিকে মোতায়েন করা হয়েছে।