রাজস্থানে বাস নদীতে পড়ে নিহত ৩০

ভারতের উত্তরাঞ্চলীয় রাজস্থান রাজ্যে একটি যাত্রীবাহী একটি বাস ব্রিজ থেকে নদীতে পড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজ্যের সাওয়াই মধুপুরের ডাবি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

noname৩৪ আসনের বাসটি মধ্যপ্রদেশ থেকে লালকোটের পথে যাত্রা করেছিল। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, যাত্রাপথে অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগতির ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। ফলে যাত্রীবাহী বাসটি পিছলে সেতুর রেলিং ভেঙে বানাস নদীতে পড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে পুলিশ। উদ্ধারকৃতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।