কাশ্মির সীমান্তে পাকিস্তানের গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের এক কর্মকর্তাসহ চার সেনা নিহত হয়েছে। এর মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে একথা জানিয়ছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

4bn1cec19231bevjs9_800C450

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, শনিবার সকালের দিকে রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি করেছে, পাকিস্তানি সেনারা ইচ্ছাকৃতভাবে গোলাগুলি শুরু করে।  সীমান্তের প্রায় ৪০০ মিটার এলাকাজুড়ে অবস্থান করছে সেনারা। আহত একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লংঘনের ঘটনা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪টিতে। গত বছর এই সংখ্যা ছিল ৪৪৯।

 

rajouri-ceasefire-violation-soldiers-twitter-650_650x400_51514063424

এদিকে, জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক শেষ পাল ভাইদ জানিয়েছেন, পাকিস্তানি সেনা ও গেরিলারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে এ সম্পর্কে কোনো মন্তব্য করেনি।  
এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, গতকাল দুপুর ১২ টা ১৫ মিনিটে কেরি সেক্টরের টোপা বারাত গালায় সীমান্তরেখা বরাবর ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী। সেই গুলিতে মেজর মোহারকার প্রফুল্ল, ল্যান্স নায়েক গুরমাইল সিং, ল্যান্স নায়েক কুলদ্বীপ সিং ও সিপাহি পাগাত সিং নিহত হয়েছেন।