২০২০ সালে তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে রাশিয়া

আড়াইশো কোটি ডলার মূল্যের চুক্তির আওতায় তুরস্ককে অত্যাধুনিক প্রযুক্তির এবং দীর্ঘ পাল্লার চার ডিভিশনের এস-৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরবরাহ করতে যাচ্ছে রাশিয়া। বুধবার (২৭ ডিসেম্বর) রাশিয়ার কৌশলগত রাষ্ট্রীয় করপোরেশন-রোসটেকের প্রধান সের্গেই শেমেজভ রুশ সংবাদপত্র কোমারস্যান্টকে জানিয়েছেন, চুক্তিটি অনেকটাই চূড়ান্ত। ২০২০ সালের মার্চ থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রগুলোর সরবরাহ শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। কোমারস্যান্টের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মহড়া
যুক্তরাষ্ট্র ও জার্মানির সঙ্গে তুরস্কের মতবিরোধ সৃষ্টি হওয়ার পর দেশটি রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে। জার্মানি এরইমধ্যে তুরস্কের কাছে অস্ত্র বিক্রি করবে না বলে ঘোষণা করেছে। গত জুনেই সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বৈঠক চলাকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছিলেন। গত সেপ্টেম্বরে জানা যায়, দুই দেশের মধ্যে আড়াইশো কোটি ডলারের চুক্তি নিয়ে আলোচনা চলছে। সেসময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন,‘ইউরোপের অস্ত্রের দাম বেশি হওয়ায় তুরস্ক রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয় করবে।’

বুধবার রোসটেকের প্রধান সের্গেই শেমেজভ জানান, ক্ষেপণাস্ত্রের জন্য আপাতত তুরস্ক ৪৫ শতাংশ খরচ দেবে আর বাকি ৫৫ শতাংশ অর্থ রাশিয়া ধার হিসেবে দেবে। তিনি আরও দাবি করেন, ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কই একমাত্র দেশ যারা এস-৪০০ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে।

শেমেজভ আরও জানান, রুশ ও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এরইমধ্যে চুক্তিতে অর্থায়ন এবং অনুমোদনের জন্য চুক্তির চূড়ান্ত খসড়ার ব্যাপারে আলোচনা শেষ করেছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিধ্বংসী হিসেবে এস-৪০০-কে একটি কার্যকরী ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। এটি ২৪৮ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। একইসঙ্গে এটি ৮০টি লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে।