ইরাকের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াবে যুক্তরাজ্য

 ইরাকের দ্বন্দ্ব ও ভবিষ্যতে সামরিক সহায়তার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন ও ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ইরফান আল হিলাইলি। বৃহস্পতিবার বাগদাদে এক বৈঠকে এ বিষয়ে একমত পোষণ করা হয়। ইরাকি নিউজের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

 যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী

লন্ডনে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি বলা হয়, ‘দুই দেশ সামরিক সহযোগিতা বৃদ্ধি ও উন্নয়নের ব্যাপারে একমত হয়েছে। তারা ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়া, এবং নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে কৌশল বৃদ্ধির ব্যাপারে একমত হন।’

ইরাকি সরকারের আমন্ত্রণে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে যুক্তরাজ্যের সেনারা দেশটিতে আইএসের বিরুদ্ধে লড়াই করছে। গত মাসে ইরাক আইএসের উপর বিজয় ঘোষণা করেছে। গত নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর এটাই উইলিয়ামসনের প্রথম ইরাক সফর। দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিষয়ে অভিজ্ঞতা না থাকায় তার তীব্র সমালোচনা করা হচ্ছিল।