আমি ব্যাপক প্রতিভাবান: ট্রাম্প

এবার নিজেকে ব্যাপক প্রতিভাবান হিসেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন। সাংবাদিক মাইকেল উলফ তার ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইতে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলার পর এ টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্পটুইটে তিনি বলেন, ‘আমার পুরো জীবনের সেরা দুটি সম্পদ হচ্ছে মানসিক স্থিতিশীলতা এবং সত্যিকারের স্মার্ট হওয়া। কুটিল হিলারি ক্লিনটনও খুব কঠিনভাবে এই কার্ডগুলো খেলেছে। খুব সফল ব্যবসায়ী থেকে আমি শীর্ষস্থানীয় টেলিভিশন তারকা হয়েছি এবং (প্রথম চেষ্টায়) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমি মনে করি, শুধুমাত্র স্মার্ট হওয়ার দৌড়ে নয় বরং বুদ্ধিমত্তায়ও আমি উতরে যাবো.... এবং একজন ব্যাপক প্রতিভাবান।’

সাংবাদিক মাইকেল উলফের নতুন বইতে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে সন্দেহ’ প্রকাশের ঘটনায় এর আগে ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তিনি বলেছেন, ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলার কোনও কারণ নেই। সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে টিলারসন বলেন, ‘আমি কখনও তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলিনি। তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলার কোনও কারণ আমার ছিল না।’

সিএনএন’কে তিনি বলেন, ‘কিভাবে তথ্য নিতে হয়, প্রক্রিয়াজাত করতে হয় ও সিদ্ধান্ত নিতে হয়; তা আমাকে শিখতে হয়েছে। আমি তার প্রেসিডেন্সির অধীনে চাকরি করতে এসেছি। তাই তার সঙ্গে সেরা যোগাযোগের জন্য আমাকে অনেক সময় দিতে হয়েছে।’