ভুয়া মিসাইল সতর্কতায় হাওয়াইতে ছড়ালো ভীতি





‘ব্যালাস্টিক মিসাইল হুমকি হাওয়াইয়ের দিকে ছুটছে। দ্রুত আশ্রয় খুঁজে নিন। এটা কোনও প্রশিক্ষণ নয়।’ শনিবার সকালে মোবাইল ফোনে এই জরুরি সতর্ক বার্তা পান যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের বাসিন্দারা। রেডিও আর টেলিভিশনের প্রচারিত হয় একই ধরনের সতর্কতা। এরপরই পুরো রাজ্য জুড়ে ভীতি ছড়িয়ে পড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে পরে এই বার্তাকে ভুয়া বলে ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

হাওয়াইয়ের বাসিন্দারে কাছে পৌঁছানো ভুয়া বার্তা
২০১৭ সালের শেষ দিকে উত্তর কোরিয়া পুরো যুক্তরাষ্ট্র তাদের মিসাইলের আওতায় রয়েছে বলে হুমকি দেওয়ার পর হাওয়াইতে নতুন করে মিসাইল সতর্কতা সিস্টেম চালু করা হয়। ওই বছরের ডিসেম্বরে ওই সতর্কতা সিস্টেমের পরীক্ষাও চালায় যুক্তরাষ্ট্র।
রাজ্যের গভর্নর ডেভিড আইজ শনিবারের এই বার্তা ছড়ানোয় বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন একজন কর্মী ভুল বোতামে চাপ দেওয়ায় এই বার্তা ছড়িয়ে পড়ে। তবে মার্কিন সরকার বলেছে পুরো ঘটনা তদন্ত করে দেখবেন তারা।
স্থানীয় সময় সকাল আটটা সাত মিনিটে এই বার্তা হাওয়াইয়ের বাসিন্দাদের মোবাইল ফোনে যায়। স্থানীয় সংবাদমাধ্যম হনলুলু স্টার এডভারটাইজার এর খবরে বলা হয়েছে এর ১৮ মিনিট পর ইমেইল পাঠিয়ে বাসিন্দাদের জানানো হয় বার্তাটি ভুয়া। সকালে পাঠানো বার্তাটিকে ভুয়া ঘোষণা করে মোবাইল গ্রাহকদের বার্তা পাঠানো হয় ৩৮ মিনিট পর।
গভর্নর ডেভিড আইজ এই ঘটনাকে মানবিক ভুল বলে আখ্যায়িত করেছেন। বলেছেন, রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সিতে দিনে তিন শিফটে কাজ চলে। এদিন কর্মীদের শিফট পরিবর্তনের সময় পুরো সিস্টেমটি কাজ করছে কি না নিশ্চিত হতে গিয়ে ভুল বোতামে চাপ পড়ে যাওয়ায় এই বার্তা ছড়িয়ে পড়ে।
রেডিও আর টেলিভিশনে রেকর্ড করা জরুরি বার্তা পড়ে শোনানো হয়। তাতে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়।
এই বার্তা ছড়িয়ে পড়ার পর রাজ্য জুড়ে যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয় তার অনেক উদাহরণ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
গত মাসে হনলুলু স্টার এডভারটাইজার এর খবরে জানানো হয়েছিলো উত্তর কোরিয়া থেকে ছোড়া একটি মিসাইল হাওয়াইতে পৌঁছাতে ২০ মিনিট সময় লাগবে।