পাকিস্তানে তালেবান প্রতিনিধি দল, সরকারের অস্বীকার

সাহাবুদ্দীন দেলোয়ারের নেতৃত্বাধীন তালেবানের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এখন পাকিস্তানে অবস্থান করছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, পাকিস্তানে সমঝোতা বৈঠক করতে এসেছেন তারা। তবে পাকিস্তান সরকারের শীর্ষ ব্যক্তিরা এই খবর অস্বীকার করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এমন কোনও প্রতিনিধি দলের পাকিস্তানে আসার ব্যাপারে তিনি অবগত নন।

তালেবান
যুক্তরাষ্ট্র আর তাদের মিত্ররা ধারাবাহিক অভিযোগ করে আসছে, আফগান তালেবান ও তাদের মিত্র হাক্কানি নেটওয়ার্ককে পাকিস্তানে ‘নিভৃত আবাস’ গড়ে তোলার সুযোগ করে দিয়েছে ইসলামাবাদ। নতুন বছরের টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে পাকিস্তানে সহায়তা বন্ধের হুমকি দেওয়ার পর ৫ জানুয়ারি নিরাপত্তা সহযোগিতা স্থগিতের ঘোষণা দেয় ওয়াশিংটন। সবশেষ মার্কিন দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে হাক্কানি নেটওয়ার্কসহ তার অঞ্চলভুক্ত অন্যান্য জঙ্গিগোষ্ঠীর ব্যাপারে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন’। এমন সময় পাকিস্তানে তালেবানের বৈঠকের খবর পাওয়া গেল।

বুধবার পররাষ্ট্র মন্ত্রী খাজা আসিফ পররাষ্ট্র বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটিকে বলেন, কোনও তালেবান প্রতিনিধি দলের পাকিস্তানে অবস্থানের কথা জানেন না তিনি। কূটনৈতিক সূত্র ভয়েস অব আমেরিকাকে জানিয়েছে, তালেবান প্রতিনিধি দলের ইসলামাবাদে আসার ব্যাপারে তারা অবগত। তবে ঠিক কী কারণে তারা এখানে এসেছেন, তা নিশ্চিত করেনি ওই সূত্র। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সমঝোতার স্বার্থেই ওই প্রতিনিধি দল পাকিস্তানে এসে থাকতে পারে।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ভয়েস অব আমেরিকাকে বলেছেন, ‘ব্যাপারটি খতিয়ে দেখতে দিন। কোনও তথ্য পেলে আপনাদের জানাব’।