তদন্ত কমিটির মুখোমুখি হতে ‘অধীর আগ্রহে’ ট্রাম্প: আইনজীবী

গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে রাশিয়ার সংযোগ নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি হতে অনাগ্রহের কথা জানালেও তার এক আইনজীবী বলছেন ভিন্ন কথা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাতকারে বৃহস্পতিবার তার আইনজীবী টাই কোব বলেছেন, ওই কমিটির মুখোমুখি হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী টাই কোব। সংগৃহীত ছবি

 ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে রাশিয়ার হস্তক্ষেপ করেছে এমন অভিযোগ খতিয়ে দেখছেন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক প্রধান রবার্ট মুয়েলারের নেতৃত্বাধীন একটি দল। গত বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, যখন কোনও যোগসাজশ নেই এবং কেউ কোনও পর্যায়েই তা খুঁজে পায়নি, তখন জিজ্ঞাসাবাদের কোনো সম্ভাবনাই থাকে না। এছাড়া কী ঘটে আমি তা দেখব।

আর এরপরই তার আইনজীবী টাই কোব জানালেন ওই কমিটির মুখোমুখি হতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন ট্রাম্প।  তিনি বলেন, মুলারের তদন্ত শেষপর্যন্ত ট্রাম্প ও তার প্রেসিডেন্সির জন্য ক্ষতিকর কোনও কিছুই আনবে না। তিনি আশা প্রকাশ করেন চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই তদন্ত শেষ হয়ে যাবে।