আম আদমির ২০ বিধায়ককে অযোগ্য ঘোষণা

দিল্লির মুখমন্ত্রী কেজরিওয়ালের দল আম আদমি ২০ জন সংসদ সদস্যকে অযোগ্য ঘোষণার জন্য প্রেসিডেন্টকে সুপারিশ করছে দেশটির নির্বাচন কমিশন ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়

aap-office_650x400_71497503030প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট যদি এই সুপারিশ গ্রহণ করে তবে বিধানসভার ২০টি আসনের উপনির্বাচন হবে দিল্লির ৭০টি আসনের ৬৭টি আম আদমির তাই তাদের অযোগ্য হলেও তারাই সরকারে থাকবেন কারণ তখনও তাদের কাছে ৪৭টি আসন থাকবে এর আগে দুইজন দল থেকে বিদ্রোহ করে চলে যায়

২০১৫ সালে দিল্লির নির্বাচন জিতে ক্ষমতায় আসে আম আদমি পার্টি সেসময় সংসদ সচিব হিসেবে ২১ জনকে মনোনিত করেন কেজরিওয়াল সেখানে কিছু পদ ছিলো যেখানে লাভের সুযোগ রয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী কোনও নির্বাচিত জনপ্রতিনিধি এমন দায়িত্বে থাকতে পারেন না

নির্বাচন কমিশনের এমন অভিযোগের জবাবে  কেজরিওয়াল দা্বি করেন, তাদের দলের সংসদ সদস্যরা কোনও বেতন নিচ্ছিলেন না তবে বিরোধীদল সেটা মানতে নারাজ ছিল কংগ্রেস বিজেপি বারবার নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করতে থাকে। এবং একটা সময় কমিশন তাদের অযোগ্য বলে রায় দেয়।

দিল্লির কংগ্রেস প্রধান অজয় মাকেন এক টুইটে বলেন, কেজরিওয়ালের পদে থাকার কোনও অধিকার নেই তার মন্ত্রিসভার অর্ধেকই দুর্নীতির দায়ে পদচ্যুত হয়েছেন মন্ত্রিপদমর্যাদায় আসিন ২০জন বিধায়কও অযোগ্য ঘোষণা হয়েছে

নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপির বিজয় জলি বলেন, এর ফলে সবার চোখ খুলে যাওয়া উচিত যে আম আদমি পার্টি আসলে রাজধানীকে করছে

এক সূত্রের বরাতে এনডিটিভি জানায়, আম আদমি খুব শিগগিরই আদালতে এর চ্যালেঞ্জ জানাবে।