দিল্লিতে দোতলা ভবনে আগুন, নারীসহ নিহত ১৭

ভারতের দিল্লির একটি বাণিজ্যিক এলাকায় দুইতলা ভবনে আগুন লেগে ১০ নারীসহ ১৭ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় নিচতলায় আগুন লাগে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

bawana-fire_650x400_81516465419প্রতিবেদনে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে এর তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ‘প্রথম তলাতেই ১৩ জনের মৃত্যু হয়। নিচ তলায় তিনজন ও বেজমেন্টে মারা যান একজন।’

পুলিশ জানায়, এই ঘটনায় দগ্ধ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দিল্লি ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যা ৬টা ২০ এ তারা খবর পান। এরপর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

একজন কর্মী আগুন থেকে বাঁচতে দোতলা থেকে লাফিয়ে পড়েন। এতে তার পা ভেঙে যায়।   

এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি বলেন, ‘হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’