সিরিয়ার আফরিনে ঢুকে পড়েছে তুর্কি বাহিনী





তুরস্কের স্থল বাহিনী এরই মধ্যে সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত শহর আফরিনে ঢুকে পড়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম রবিবার রাজধানী ইস্তানবুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ৩০ কিলোমিটার এলাকাকে সেফ জোন ঘোষণার পরিকল্পনা রয়েছে তাদের।

তুরস্কের হামলার পর আফরিন থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। সংগৃহীত ছবি
ওই শহর থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরুর পরপরই সেখানে কুর্দিদের অবস্থানে বিমান হামলা চালায়। ২০১২ সাল থেকে আফরিন অঞ্চল থেকে কুর্দি যোদ্ধাদের তাড়াতে চেষ্টা করছে। এসব কুর্দি যোদ্ধাদের অনেকেই আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে।তুরস্কের এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইস্তানবুলে ইলদ্রিম বলেন, তুরস্কের গুলবাবা শহর থেকে তাদের বাহিনী সিরিয়ার আফরিনে ঢুকে পড়ে আন্তর্জাতিক মান সময় ৮টা পাঁচ মিনিটে।




তুরস্কের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, তুর্কি বাহিনীকে সহায়তা করছে সামরিক যান, স্পেশাল বাহিনী এবং ইনফেন্ট্রি রেজেমেন্ট। আফরিনের ভেতরে পাঁচ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে তারা।

অঞ্চলটির গুরুত্বপূর্ণ সামরিক শক্তি রাশিয়া আগেই জানিয়েছে আফরিনের সংঘাতে তারা কোনও হস্তক্ষেপ করবে না। আর সিরিয়া হুমকি দিয়েছিল যদি সামরিক অভিযান চালানো হয় তাহলে তুরস্কের যুদ্ধবিমান ভূপাতিত করার।